ব্যাংক নিউজ ২৪ ডট কমঃ বেসিক ব্যাংকে জালিয়াতি ঘটনায় দুদকের করা ৫৬ মামলার প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য আদালতে আবেদন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা পরবর্তী তদন্তের অংশ হিসেবে এই সপ্তাহে দুদক কর্মকর্তারা আদালতের কাছে সংশ্লিষ্ট নথি চাইবেন। গতকাল রোববার দুদক সূত্র এসব তথ্য জানায়।
সূত্র জানায়, এ বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর বেসিক ব্যাংকের বিভিন্ন জালিয়াতির ঘটনায় ৫৬টি মামলা করে দুদক। এরপর গত ২৬ অক্টোবর মামলা পরবর্তী তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান দুদকের ৬ কর্মকর্তা। এরা হলেন দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম, ঋত্বিক সাহা, মোহাম্মদ মোরশেদ আলম, সহকারী পরিচালক শামছুল আলম, সহকারী পরিচালক একেএম ফজলে হোসেন ও উপসহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।
বেসিক ব্যাংক জালিয়াতির ঘটনায় যেসব প্রতিষ্ঠান জড়িত ছিল এর মধ্যে রয়েছে ভাসাবি ফ্যাশন, তাহমিনা নিটওয়্যার, তাহমিনা ডেনিম, সিলভারকম ট্রেডিং, লাইফস্টাইল ফ্যাশন মেকার, খাদিজা অন্ড সন্স, বি আলম শিপিং, এশিয়ান শিপিং, এশিয়ান ফুড, সিমেক্স লিমিটেড, রিলায়েন্স শিপিং, আমিরা শিপিং ও আমারল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
দুদক সূত্র জানায়, কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব নিজের মামলার নথিপত্র সংগ্রহের জন্য আদালতের শরণাপন্ন হবেন। এরপর নথিপ্রাপ্তির সাপেক্ষে তারা নথি পর্যালোচনা, সাক্ষাৎকারসহ বিভিন্ন কার্যক্রম চালাবেন। এ প্রসঙ্গে দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু সাংবাদিকদের বলেন, ‘দুদকের কর্মকর্তারা স্বাধীনভাবে তাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন। তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী আদালতের সহযোগিতা নিতে পারেন।