ব্যাংক নিউজ২৪ডটকম: শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সচিবপদে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য মো. মোশারফ হোসেন ভূঁইয়াকে এবং শিল্প সচিব মইনুদ্দিন মোহাম্মদ আবদুল্লাহকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। গৃহায়ণ ও গণপূর্ত সচিব গোলাম রব্বানী আগামী ২৬ অক্টোবর অবসরত্তোর ছুটিতে যাচ্ছেন।
এদিকে পৃথক এক আদেশে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ফখরুল ইসলামকে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পবন চৌধুরীকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান করা হয়েছে।